চকরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৪:২৫ এএম
কক্সবাজারের চকরিয়ায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারে চকরিয়া উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম রিয়াজ মো. সামি (২৮)।
মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামি চট্টগ্রামের চকবাজার এলাকার মো. ইলিয়াসের ছেলে। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, রাত ৯টার দিকে চকরিয়ার হারবাং পেট্রলপাম্প এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ মো. সামি ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মোটরসাইকেলটি আটক করা হলেও প্রাইভেটকারটি পালিয়ে গেছে।
