Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৭:৫২ এএম

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ছবি: যুগান্তর

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় তার স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম সনাতন চন্দ্র ভৌমিক।

বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ভৌমিক একই উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। তবে আসামি পলাতক রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি পিপি অ্যাড. আবদুল হামিদ লাবলু।

মামলার সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে সনাতন চন্দ্র ভৌমিকের সঙ্গে কামারখন্দ উপজেলার হরিপদের মেয়ে স্বপ্না রানীর বিয়ে হয়।

এসময় যৌতুক হিসেবে দাবিকৃত একলাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেয়া হয়। বাকি ৪০ হাজার টাকার জন্য বিভিন্ন সময় সনাতন চন্দ্র ভৌমিক তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

এরই একপর্যায়ে ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের বাকি ৪০ হাজার টাকার জন্য স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন সনাতন চন্দ্র ভৌমিক।

এ ঘটনায় নিহতের মা রাজু বালা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি সনাতন চন্দ্র ভৌমিক পলাতক রয়েছেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার আসামির অনুপস্থিতিতে বিজ্ঞবিচারক এ রায় প্রদান করেন।

সিরাজগঞ্জ আদালত মৃত্যুদণ্ড স্বামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম