Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ২৯ কেজি ভারতীয় রৌপ্য গয়না আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৪:৪০ পিএম

সাতক্ষীরা সীমান্তে ২৯ কেজি ভারতীয় রৌপ্য গয়না আটক

সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্তের চোরাপথে ভারত থেকে পাচার করা ২৯ কেজি রৌপ্যের গয়না আটক করেছে বিজিবি।

বুধবার সকালে চান্দুড়িয়ার কাদপুর এলাকা থেকে ওই সব রৌপ্য জব্দ করা হয়। এ সময় গয়না ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পাচারকারীকে গ্রেফতার করা যায়নি।

বিজিবির চান্দুড়িয়া ক্যাম্প কমান্ডার হাবিলদার মাহবুবুল আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি ওই গাড়ি থেকে উদ্ধার করে রৌপ্যের গয়না। এর মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানান তিনি।

সাতক্ষীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম