Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর ফটোসাংবাদিককে কোয়ারেন্টিনে পাঠালেন ভ্রাম্যমাণ আদালত

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৪:৩৯ পিএম

গাজীপুর ফটোসাংবাদিককে কোয়ারেন্টিনে পাঠালেন ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের কাপাসিয়ার পাবুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবৈধভাবে প্রবেশ করে প্রবাসীদের ছবি তোলায় এক ফটোসাংবাদিককে আটক করে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

জানা গেছে,পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকার রমজান আলী রুবেল নামের ওই সাংবাদিক পাবুর মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে অনুমতি ও প্রোটেকশন ছাড়া প্রবেশ করে কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের ছবি তুলেছিলেন। খবর পেয়ে রাতেই শ্রীপুর থানা পুলিশের সহায়তায় তাকে শ্রীপুরের জৈনাবাজার এলাকা থেকে আটক করে অ্যাম্বুলেন্সে কাপাসিয়া আনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান, ওই সাংবাদিক প্রোটেকশন না নিয়ে প্রবেশ করায় তার এবং সবার কথা বিবেচনা করে ওই কেন্দ্রেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গাজীপুর করোনাভাইরাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম