Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে বিয়ের পরও স্বামীর বাড়িতে থাকতে পারবে না স্ত্রী!

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৪:৫১ পিএম

কালীগঞ্জে বিয়ের পরও স্বামীর বাড়িতে থাকতে পারবে না স্ত্রী!

কালীগঞ্জে বিয়ের পরও স্বামীর বাড়িতে থাকতে পারবে না স্ত্রী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে বাল্যবিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে স্বামীর বাড়িতে থাকতে পারবে না। ওই মেয়ে বাবার বাড়িতে অবস্থান করবেন মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। 

তিনি জানান, শনিবার রাতে কাদিপুর গ্রামের নূর ইসলামের ছেলে রফিকুলের সঙ্গে খামারাইল গ্রামের আকতার খাঁর নাবালিকা মেয়েকে বাল্যবিবাহ দেয়া হয়েছে। খবর পেয়ে সোমবার ছেলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি বলেন, এ সময় ছেলের বাবা নূর ইসলামকে দেড় হাজার টাকা ও মেয়ের চাচা আকরাম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবেন বলে মুচলেকা নেয়া হয়।

ঝিনাইদহ করোনাভাইরাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম