শিহাব আহমেদ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পিতার শ্যালো ইঞ্জিনচালিত আলম সাধু গাড়ি উল্টে নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব আহমেদ।
বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পূর্ব টুনিয়াপাড়া গ্রামের চেয়ারম্যান মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিহাব আহমেদ চুনিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৭-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শিহাবের চাচাতো ভাই মিঠু ও বিদ্যুৎ জানান, গত দুইমাস আগে দুর্ঘটনায় শিহাবের বাবার পা ভেঙ্গে যায়। পরে পিতার ব্যবসার হাল ধরেন শিহাব। বুধবার শিহাব গাড়ি নিয়ে বের হন। ফেরার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন।
গাড়ির সামনে তার ছোট ভাই ও এক চাচাতো ভাই বসা ছিলেন। পথে গাড়ি উল্টে গাড়ির নিচে চাপা পড়েন শিহাব ও তার ছোট ভাই। এতে শিহাব নিহত হন। ছোট ভাই আহত হয়েছেন।
মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, নিজেদের গাড়িতে চাপা পড়ে মৃত্যু ঘটায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।
