গলার ব্যথা সহ্য করতে না পেরে কিশোরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৪:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গলার ব্যথা সহ্য করতে না পেরে জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ওই গৃহবধূ নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
জেসমিন আক্তার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ শাহপাড়া গ্রামের গোলজার রহমানের স্ত্রী।
জানা গেছে, কয়েকদিন ধরে ওই গৃহবধূ গলার ব্যথায় ভুগছিলেন। দুপুরে খাওয়ার পর তার গলা ব্যথা বেড়ে যায়। পরে যন্ত্রণায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস আলী ওরফে মিঠুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
