Logo
Logo
×

সারাদেশ

পাংশায় অস্ত্র-গুলিসহ ‘চরমপন্থী’ গ্রেফতার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৪:৪৯ এএম

পাংশায় অস্ত্র-গুলিসহ ‘চরমপন্থী’ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় অবৈধ অস্ত্র ও গুলিসহ তেছেম শেখ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে; যাকে চরমপন্থী বলে দাবি করছে পুলিশ। 
  
বৃহস্পতিবার রাতে পাংশা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।  

তেছেম উপজেলার বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের আহম্মদ শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তেছেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়। 

পাংশা মডেল থানার ওসি মো. আহসান উল্লাহ যুগান্তরকে বলেন, গ্রেফতার তেছেম শেখ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চরমপন্থী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম