Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৭:০৬ পিএম

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

আগুন। ছবি: যুগান্তর

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হাওর অধ্যুষিত হুমাইপুর ইউনিয়নের টান গোসাইপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এ অগ্নিকাণ্ডে একটি বিশাল গোডাউনসহ একটি বড় মনোহারী দোকান, একটি ফার্মেসি ও একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে গেছে। 

খালেদ খান স্টোর নামের ওই মুদি দোকানের গুদামের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে এলাকাবাসী এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে আশপাশের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা রক্ষা পায়। 

হুমাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিকুজ্জামান জানান এ অগ্নিকাণ্ডে এক কোটি টাকারও বেশি সম্পদ পুড়ে গেছে। 

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আ. গণি জানান, খবর পেয়ে দমকলে বাহিনী গাড়ি গেলেও ঘোড়াউত্রা নদীর ফেরি পারাপারের জন্য দীর্ঘক্ষণ আটকা পড়ায় তারা উদ্ধার কাজে অংশ নিতে পারেননি।

কিশোরগঞ্জ অগ্নিকাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম