ময়মনসিংহে সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৪:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ছাগলে শসা খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে আবুল বাশার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার নান্দাইল উপজেলায় নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার ওই গ্রামের মৃত শামছ উদ্দীনের ছেলে শাহাব উদ্দিনের শসা ক্ষেতে একই গ্রামের সিরাজ উদ্দিনের ছাগল ঢুকে পড়ে। ওইদিনই উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন সোমবার উভয় পক্ষের মধ্যে ফের বাকবিতণ্ডা ও সংঘর্ষ বাধে।
একপর্যায়ে প্রতিবেশী আবুল বাশার উক্ত মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় রুহুল আমিন, মুজিবুর ও সিরাজ মিয়াকে আটক করা হয়েছে।
