Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে ২ বাড়ির দরজায় হাতবোমা, এলাকায় আতঙ্ক

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৬:০২ এএম

ঈশ্বরদীতে ২ বাড়ির দরজায় হাতবোমা, এলাকায় আতঙ্ক

ছবি: যুগান্তর

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই বাড়ির দরজায় দুটি হাতবোমা পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার ভোরে পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় ক্লাব মোড় করিমের মিলসংলগ্ন মো. শফিকুল ইসলাম প্রামাণিক ও আবদুল গাফফার প্রামাণিকের বাড়িতে ওই বোমা দুটি দেখা যায়। সেখানে কে বা কারা ওই বোমা রেখে গেছে তা জানা যায়নি।

এলাকাবাসী জানান, পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় ক্লাব মোড় করিমের মিলসংলগ্ন এলাকার দুই বাড়িতে এ বোমা রাখা হয়। ইলেকট্রিক মোটা তারের দুই মাথায় দুটি বোমা রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। গত চার দিন আগে পেট্রল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ঈশ্বরদী পাবনা হাতবোমা আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম