Logo
Logo
×

সারাদেশ

নুসরাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে বড় ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৪:৫৮ পিএম

নুসরাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে বড় ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের এক বছরে তার বড় ভাই মামলার বাদী মাহমুদুল হাসান নোমান ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। 

দেশবাসীর নিকট কৃতজ্ঞতা জানিয়ে দেয়া তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

‘প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম,
আজ  ১০ এপ্রিল আমাদের প্রাণ প্রিয় ছোট বোন, আমাদের পরিবারের দুই চোখের মণি নুসরাতের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিন সবাইকে শোকের সাগরে ভাসিয়ে এ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে প্রিয় বোন নুসরাত।

দেশের আর ৮/১০ সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবার। আমরা সবাই অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একটি কালবৈশাখীর ঝড় এসে আমাদের সব স্বপ্ন, সুখ ধুলোর মতো উড়িয়ে নিয়ে গেল।

নুসরাতের ওপর সহিংস ঘটনার পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিবারকে আগলে রেখেছেন, মমতাময়ী মায়ের মতো পাশে দাঁড়িয়েছেন। আমরা আজীবন উনার প্রতি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ পিএম।

এ ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, মাননীয় পিবিআই-এর ডিআইডি বনোজ কুমার স্যার, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামান, পিপি হাফেজ আহম্মদ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, দেশের সনামধন্য ব্যবসায়ী নিজাম উদ্দিন চৌধুরী, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দেশের সব গণমাধ্যম কর্মী, পুলিশ প্রশাসনসহ সমগ্র দেশবাসীর নিকট কৃতজ্ঞ।

আপনারা আমাদের জন্য দোয়া করবেন,মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোক!’

উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ৬ এপ্রিল ওই মাদ্রাসাকেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে তার সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

ফেনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম