Logo
Logo
×

সারাদেশ

'ঘরে শান্তি লাগে না' র‌্যাব কমান্ডারের ভিডিও ভাইরাল!

Icon

সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:০৪ এএম

'ঘরে শান্তি লাগে না' র‌্যাব কমান্ডারের ভিডিও ভাইরাল!

চোরাই মোটরসাইকেল চড়ে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। এই করোনাভাইরাসের প্রদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার সরকারি আদেশ তারা থোড়াই কেয়ার করেন। 

বাইকের নম্বরপ্লেট নেই, তাদের মাথায় নেই হেলমেটের বালাইও। ঘটনাস্থল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোড এলাকা।  

ঘটনাচক্রে সেখানে দায়িত্বরত ছিলেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম। আইনভঙ্গ করায় তিনি মোটরসাইকেলটিকে থামার সঙ্কেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যেতে থাকেন। 

কিন্তু হাল ছেড়ে দেননি র‌্যাব কমান্ডার। ৪/৫ কিলোমিটার ধাওয়া করে চালকসহ মোটরসাইকেলটি আটক করেন।  অপর দুই আরোহী মোটরসাইকেল থেকে নেমে দ্রুত পালিয়ে যান। 

আটকের পর বাইরে আসার কারণ জিজ্ঞেস করলে বাইক চালক কিশোর অদ্ভুতুড়ে উত্তর দিতে থাকেন।  ঘরে শান্তি লাগে না, একঘেয়ে লাগায় বাইক নিয়ে বেরিয়েছেন বলে দাবি তার। 

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি এবং নিজের হোমপেজে এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন এএসপি আনোয়ার হোসেন শামীম। 

যেখানে দেখা যায়, দুপুরের রোদের মধ্যে রাস্তায় ঘোরাঘুরি করা বিভিন্ন বয়সী কিশোর-তরুণদেরকে বুঝিয়ে ঘরে ফেরত পাঠাচ্ছেন তিনি। 

মুহূূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে বিভিন্ন গ্রুপ পেজে ছড়িয়ে পড়ে। এএসপি আনোয়ার হোসেন শামীম ও তার পোস্টকৃত ভিডিওটি হয়ে উঠে টক অব দ্য কান্ট্রি। 

গত ৫ এপ্রিলের পোষ্ট করা ওই ভিডিওটি মোট ১ কোটি ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। পোস্টটিতে লাইক পড়েছে ৭ লাখ ৫৯ হাজার, মন্তব্য করেছেন ৩৭ হাজার জন। 

পাশাপাশি ভিডিওটি নিজ টাইমলাইনে শেয়ার করেছেন ১ লাখ ৬৮ হাজার ফেসবুক ব্যবহারকারী। এ ছাড়াও ভিডিওটির 'শান্তি লাগে না' শীর্ষক খন্ডাংশ নিয়ে ট্রলে মেতে উঠেন নেটিজেনরা।

এ প্রসঙ্গে পোস্টদাতা র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, আসলে সেদিন দুপুরে আমি এবং আমার ক্যাম্পের সদস্যরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লোকজনের অপ্রয়োজনে বাইরে অবস্থান ঠেকাতে কাজ করছিলাম। তারই এক পর্যায়ে ভিডিওটি ধারণ করা হয়। 

তিনি আরও বলেন, আমি আসলে প্রশংসা পাওয়া বা প্রচার পাওয়ার জন্য ভিডিওটি পোস্ট করিনি। সবাইকে ঘরে থাকতে উদ্ভুদ্ধ ও সচেতন করাই ছিল আমার লক্ষ্য। আমি সবাইকে করোনাভাইরাস মোকাবেলায় একটু কষ্ট স্বীকার করে যার যার ঘরে অবস্থান করার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২০ মার্চ করোনা প্রতিরোধের লক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর এলাকার চৌমোহনায় নিরাপদ কর্নার শিরোনামে পথচারীদের জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা হাত ধোয়ার ব্যবস্থা করে দেশজুড়ে আলোচনায় আসেন এএসপি আনোয়ার। 

এর আগে শাবি ভর্তি পরীক্ষার্থী ছাত্রীকে নিজের গাড়িতে করে কেন্দ্রে পৌঁছে দিয়েও ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। এছাড়া করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে মানুষের ভালবাসায় কুড়িয়েছেন তিনি। 

শ্রীমঙ্গল র‌্যাব কমান্ডার আনোয়ার হোসেন শামীম ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০১৮ সালের মার্চ মাস থেকে তিনি র‌্যাব-৯ এ কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার উত্তর বড়বিল গ্রামে।

শ্রীমঙ্গল র‌্যাব কমান্ডার মো. আনোর হোসেনের ফেইসবুক শামিম আনোয়ার নামের পেইজ এর লিঙ্ক দেয়া হল- 
https://www.facebook.com/343504859625763/videos/3167851513265015/

 

IFrame

ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম