দামুড়হুদায় আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৯:১৬ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে ঘুমন্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম আনোয়ারা বেগম (৭৫)।
শনিবার রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম একই এলাকার মৃত আবদিল মোল্লার স্ত্রী।
প্রতিবেশীরা জানান, আনোয়ারা বেগম উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজের জমিতে একটি ঘরে একাই থাকতেন। তার বসতঘরে অনেক জ্বালানি কাঠ ছিল।
শনিবার রাত দেড়টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে তার ঘরে। প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও বৃদ্ধ আনোয়ারা বেগম মারা যান। তবে কীভাবে ওই ঘরে আগুন লাগে তা কেউ বলতে পারছেন না।
দামুড়হুদা থানার ওসি আবদুল খালেক যুগান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ঘরে আগুনের সূত্রপাত হয়। আনোয়ারা বেগম মারা যাওয়ার ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে আনোয়ারা বেগমের দাফন কাজ সম্পন্ন হয়েছে।
