Logo
Logo
×

সারাদেশ

বাকেরগঞ্জে চুরির অপবাদ ৩ শিশু-কিশোরকে পেটালেন আ’লীগ নেতা

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৪:৪৪ পিএম

বাকেরগঞ্জে চুরির অপবাদ ৩ শিশু-কিশোরকে পেটালেন আ’লীগ নেতা

পিটুনি। প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জে কথিত মোবাইল চুরির অপবাদ দিয়ে তিন শিশু-কিশোরকে অমানুষিক নির্যাতন করে থানা পুলিশের নামে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আওয়ামী লীগ নেতা ইদ্রিস।

সোমবার বিকালে উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোবাইল চুরির অপবাদ দিয়ে তিন শিশু-কিশোরকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক পিটিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস সরদার। তিন শিশু-কিশোরকে অমানুষিক নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় ওই আওয়ামী লীগ নেতা।

ওই ভিডিওতে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা দড়ি দিয়ে বেঁধে এক লাঠি দিয়ে কিশোরকে বেধড়ক পেটাচ্ছে এ সময় তাকে সহযোগিতা করছে এলাকার কয়জন যুবক।

নির্যাতনকারী পরিবারের অভিযোগ, নির্যাতন করেও ক্ষান্ত হননি ওই নেতা। তাদের কাছে থেকে কথিত চুরির অপবাদে থানা পুলিশের নাম করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

তারা জানান, এলাকার চিহ্নিত ত্রাস ইদ্রিস সরদারের ফের হামলার ভয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পারছে না আহত শিশু-কিশোরদের পরিবার।

এ বিষয় জানতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস সরদার জানান, মোবাইল চুরি করার অপরাধে তাদেরকে পিটুনি দেয়া হয়েছে। টাকা নেয়ার বিষয়টি মিথ্যা।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম