গোপালগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে স্বামীর রহস্যজনক মৃত্যু
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১২:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ইসমাইল মুন্সী (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইসমাইল মুন্সী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশাধামনা গ্রামের গোলজার মুন্সির ছেলে।
প্রতিবেশীরা জানায়, কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের জাফর শেখের মেয়ে নিপা খানমের সঙ্গে মোবাইলে দুই বছর আগে ইসমাইলের পরিচয় হয়। ইসমাইল দীর্ঘদিন কাতারে ছিলেন। এরপর ৭ মাস আগে তারা দুজনে আদালতের মাধ্যমে বিয়ে করে।
বিয়ের কিছুদিন পর থেকে তাদের সম্পর্ক অবনতি হয়। ইসমাইল রোববার রাত আড়াইটার দিকে শ্বশুরবাড়ি ধানকোড়া গ্রামে আসেন। সোমবার তিনি রহস্যজনক কারণে মারা যান।
নিহতের স্ত্রী নিপা খানম বলেন, আমাকে গাজীপুরে নিয়ে যাওয়ার জন্য ইসমাইল রাতে আমাদের বাড়িতে আসে। আমি তার প্রস্তাবে রাজি না হয়ে পরে যাব বললে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। এরপর সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আমরা দরজা ভেঙে তাকে বের করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যাই।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, খবর পেয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
