পার্সেলে আসা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৯:১৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
মঙ্গলবার দুপুরে ইউএসবি পার্সেল নামে একটি কুরিয়ার সার্ভিস থেকে পার্সেল গ্রহণ করে নিয়ে যাওয়ার সময় ৪০০ বোতল ফেনসিডিলসহ ইউসুফ (৪০) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব ১১-এর সদস্যরা। উত্তরবঙ্গের সৈয়দপুর থেকে এটি পার্সেল করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
অভিযানে অংশ নেয়া র্যাব ১১-এর স্কোয়াড্রন লিডার রেজাউল হক ও সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান যুগান্তরকে বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হবে।
