Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে গাছকাটা নিয়ে দ্বন্দ্বে ননদের হাতে ভাবি খুন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০২:১৬ এএম

শেরপুরে গাছকাটা নিয়ে দ্বন্দ্বে ননদের হাতে ভাবি খুন

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গাছকাটা নিয়ে কথা কাটাকাটির দ্বন্দ্বে ননদের হামলায় এক গৃহবধূ খুন হয়েছেন।  

বুধবার রাতে উপজেলার নামা ছিটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ভাবির নাম নাছিমা বেগম (২২)। তিনি ওই এলাকার বুলবুলের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নামা ছিটপাড়া এলাকার জিন্নাত আলীর পালিত ছেলে বুলবুল ও তার তিন মেয়ের মধ্যে একটি গাছকাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তান নাছিমার ওপর হামলা করে। 

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহে নেয়ার পথে নাছিমার মৃত্যু হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করে।

শেরপুর খুন ভাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম