গৌরীপুরে কাদামাটি মাড়িয়ে ধান কাটলেন উপজেলা চেয়ারম্যান
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০১:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রলীগ কর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
সোমবার উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের কৃষক আতাউর রহমানের কর্দমাক্ত জমির ধান কেটে দেন।
ধান কাটা শেষে, মাড়াই, ঝাড়াই এবং বস্তায় ভরে কৃষকের ঘরে ধান পৌঁছে দেন ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম।
টিম প্রধান অন্তর খান বলেন, ধানকাটার জন্য ছাত্রলীগের একটি স্বেচ্ছাসেবক টিম করা হয়েছে। রোজা রেখেই ছাত্রলীগের কর্মীদের নিয়ে কৃষকের ফসল বাঁচাতে মাঠে কাজ করছি। আমরা ফটোসেশন নয়, ধান কেটে অসহায় কৃষকের ঘর পর্যন্ত ধান পৌঁছে দিচ্ছি।
ধান কাটায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, উপজেলা ছাত্রলীগ কর্মী অন্তর খান পাঠান প্রমুখ।
