Logo
Logo
×

সারাদেশ

ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যুর

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০, ০৫:৩২ পিএম

ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যুর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে সুইটি আক্তার (৩০) ও খুকি আক্তার (২৫) নামের দুই গৃহবধূর মৃত্যুর হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত সুইটি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী ও খুকি সারোয়ার হোসেনের স্ত্রী।

কসবা থানার ওসি লোকমান হোসেন জানান, সুইটি ও খুকি বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এই সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ওই দুই গৃহবধূ গুরুতর আহত হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম