Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর মামলায় কালীগঞ্জের প্যানেল চেয়ারম্যান কারাগারে

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:৫৮ পিএম

স্ত্রীর মামলায় কালীগঞ্জের প্যানেল চেয়ারম্যান কারাগারে

স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বারোবাজার ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে। নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রী গত বুধবার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

স্ত্রী নিশাত সুলতানা আফরীন লিখিত অভিযোগে জানান, তার স্বামী প্রায়ই যৌতুকের টাকার জন্য তার উপর শারীরিক ও মানসিক চাপ দিত। কিন্তু গত ৫ মে স্ত্রী বাড়িতে সাংসারিক কাজ করার সময় রাশেদুল ইসলাম তার স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে টাকা ও স্বর্ণালংকার চান। কিন্তু স্ত্রী দিতে অস্বীকার করলে তাকে ঘরের মধ্যে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেন।     

মামলার তদন্তকারী কর্মকর্তা বারোবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই শিকদার মনিরুল ইসলাম জানান, স্ত্রী নিশাত সুলতানা আফরীনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।

ঝিনাইদহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম