Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ট্রাকভর্তি বিদ্যুতের তারসহ গ্রেফতার ২

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২০, ০৫:৩২ পিএম

বগুড়ায় ট্রাকভর্তি বিদ্যুতের তারসহ গ্রেফতার ২

বগুড়ার কাহালু থানা পুলিশ চোরাই প্রায় ১৪০০ কেজি হাই ভোল্টেজ বিদ্যুতের তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে।

বুধবার গভীর রাতে উপজেলার ইন্দুখুর বাজার থেকে মিনি ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। বিকালে দু’জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গ্রেফতার দু’জন হলেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার খাঁপাড়ার কোরবান আলীর ছেলে আমজাদ হোসেন (৫৩) ও একই উপজেলার সাকোহালী গ্রামের কাশেম আলীর ছেলে তসলিম টুটুল (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দেশের বিভিন্ন এলাকা থেকে তার চুরি করে বিক্রি করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে কাহালুর মহিষামারা ও নন্দীগ্রামের বিজরুল এলাকা থেকে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১৪শ’ কেজি হাই ভোল্টেজের তার চুরি হয়। বুধবার রাত ৩টার দিকে গোপনে খবর পেয়ে কাহালুর ইন্দুখুর বাজারে অভিযান চালিয়ে তারভর্তি একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতার দুজন বিভিন্ন স্থানে বিদ্যুতের তার চুরির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হয়েছে।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম