সৌদির সঙ্গে ঈদ পালন করলেন বিরামপুরের কয়েক গ্রামের মানুষ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২০, ০৩:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সারাদেশে সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদ-উল ফিতর’ উদযাপন করা হবে। কিন্তু দিনাজপুরের বিরামপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন।
রোববার সকাল ৮টায় উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মসজিদে এবং ৭টা ৪৫ মিনিটে আয়ড়া বাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দুই জামাতে ১৫ গ্রামের প্রায় শতাধিক লোক নামাজ আদায় করেন। একটিতে দেলোয়ার হোসেন কাজি এবং অন্যটিতে মাওলানা ইলিয়াস আলী ইমামতি করেন। জামায়াতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারীরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ইমাম মো. দেলোয়ার হোসেন কাজি যুগান্তরকে বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করার কোনো সমস্যা নেই।
তিনি বলেন, ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমার সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি। তবে গতবারের চেয়ে এবার মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির যুগান্তরকে বলেন, আগাম ঈদের জামাতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়।
