লোহাগড়ায় ঈদের পোশাক না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২০, ০৪:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের লোহাগড়ায় ঈদের পোশাক না পেয়ে মিনা খানম নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী শনিবার সন্ধ্যায় আত্মহত্যা করেছে।
মিনা খানম উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়ার মহিরউদ্দিন ফকিরের মেয়ে। সে লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্র জানায়, মিনা খানম ঈদের নতুন পোশাকের জন্য মায়ের নিকট বায়না ধরে। এ নিয়ে মা ও মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় সে নিজের ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর স্বজন ও প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
অপরদিকে মিনার পরিবারের দাবি, নতুন পোশাক নয়, তার মায়ের সঙ্গে ইফতার সামগ্রী তৈরি নিয়ে ঝগড়ার জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মনিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
