Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় ঈদের নামাজ পড়া নিয়ে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ ভাংচুর লুটপাট

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৪:১১ পিএম

মাগুরায় ঈদের নামাজ পড়া নিয়ে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ ভাংচুর লুটপাট

মাগুরার শ্রীপুর উপজেলার খোর্দ্দরোহুয়া গ্রামে ঈদের নামাজ পড়ার ঘটনা নিয়ে সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের হামলায় শতাধিক ঘরবাড়ি ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতারের পাশাপাশি শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খোর্দ্দরোহুয়া গ্রামে ঈদের নামাজ শেষে ওই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুসতাসিম বিল্লাহ সংগ্রাম এবং শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্যার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে খোর্দ্দরোহুয়া এবং সরাইনগর গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পরে পার্শ্ববর্তী ৭টি গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মোল্যা, মুক্তিযোদ্ধা ছিতাম শেখের বাড়িসহ শতাধিক বাড়িতে ভাংচুর লুটপাট চালানো হয়।

শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মোল্যা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান পুলিশের উপস্থিতিতে শত শত বাড়ি ঘরে ভাংচুর চালানোর পাশাপাশি মালামাল লুটপাট করে। আমি এ ঘটনার বিচার চাই।

তবে এ ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সংগ্রাম। তিনি বলেন, নামাজ শেষে ঈদ জামাতের সভাপতি বক্তব্য দেয়ার সময় কয়েকজন লোক তাকে মারধর করে যা নিয়ে সংঘর্ষ হয়েছে। সেখানে আমি নামাজ পড়তে যাইনি। আমার নাম জড়ানোর কোনো কারণও নেই।

শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ৭টি গ্রাম থেকে আসা সংগ্রাম চেয়ারম্যানের হাজার হাজার লোকজন বাড়িঘরে হামলা চালিয়েছে। যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারা পুলিশের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

মাগুরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম