Logo
Logo
×

সারাদেশ

নাজিরপুরে ঈদের দিন সড়ক প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৪:২৪ পিএম

নাজিরপুরে ঈদের দিন সড়ক প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম হৃদয় (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন রিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম হৃদয় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের বাচ্চু হাওলাদারের পুত্র। সে স্থানীয় চৌঠাইমহল বারো হাজার কওমিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

পরিবার সূত্র জানায়, ঈদের আনন্দ উপভোগ করতে ৬-৭ বন্ধু মিলে পৃথক মোটরসাইকেলে করে ঘুরছিল। এ সময় ওই স্থানে একটি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে সাইফুল ইসলাম হৃদয়ের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তমালিকা কর্মকার জানান, ওই মাদ্রাসাছাত্রকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে গেছে।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম