অভয়নগরে স্ত্রীকে কটূক্তি, ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল যুবকের
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০, ০৪:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্ত্রীকে কটূক্তি করায় অভয়নগরে মামাতো ভাইয়ের দায়ের কোপে ফুফাতো ভাই খুন হয়েছেন। যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম এরশাদ আলী বিশ্বাস (৩০)। সে ওই গ্রামের ইবাদ আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের জিন্নাহ মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লার স্ত্রীকে কটূক্তি করে ফুফাতো ভাই এরশাদ আলী বিশ্বাস। তারই জের ধরে রোববার সন্ধ্যায় জাকির হোসেন মোল্লা মামাতো ভাই এরশাদ আলী বিশ্বাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
ঘটনার সময় এরশাদ বিশ্বাস বাড়ির পাশে ফকিরবাগান বাজারে চায়ের দোকানে গল্প করছিলেন। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন সোমবার সকালে তিনি মারা যান।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
