পটকা ফোটাতে গিয়ে হাতের কবজি হারাতে বসেছে মাদ্রাসাছাত্র
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০, ০৪:৫২ পিএম
মো. ইমন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার তালতলীতে ঈদে আনন্দ করতে হাতে বানানো পটকা ফুটাতে গিয়ে দুই হাতের কবজি হারাতে বসেছে এক মাদ্রাসাছাত্র।
তার দুই হাতের ৫টি রগ ও কবজি কেটে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উপজেলার ছোটভাইজোড়া গ্রামে।
ওই গ্রামের হাসান ভূঁইয়ার ছেলে মো. ইমন চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। মাদ্রাসা বন্ধ থাকায় সে ঈদে আনন্দ করতে বাড়িতে আসে। রোববার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখে ডিজেল মেশিনের বিয়ারিং দিয়ে হাতে বানানো পটকা ফুটানোর সময় বারুদ এসে তার দুই হাতে লাগে।
বারুদের আঘাতে ওই ছাত্রের উভয় হাতের ৫টি রগসহ কবজি কেটে যায়। গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ থাকায় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।
কর্তব্যরত ডাক্তার জানিয়েছে, ইমনের দুই হাতের অবস্থা মোটেই ভাল নয়। উভয় হাতের ৫টি রগ কেটে গেছে।
