Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৫:২১ পিএম

মাদারীপুরে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের

মাদারীপুরে ঈদের দিন বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আলী সরদার (২৩) নামে এক যুবকের। এ সময় মোটরসাইকেলে থাকা মুসা খন্দকার নামে অপর ব্যক্তি আহত হয়।

সোমবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী সরদার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের ছলেমান সরদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ঈদ উপলক্ষে বিকালে মোটরসাইকেল নিয়ে মাদারীপুরে ঘুরতে যাওয়ার পথে একটি নসিমন গাড়িকে সাইড দিতে গিয়ে তারের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আলী সরদারের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হলে অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদারীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম