Logo
Logo
×

সারাদেশ

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. রফিক করোনা আক্রান্ত

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৪:২২ এএম

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. রফিক করোনা আক্রান্ত

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। ছবি: যুগান্তর

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সকালে তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

এর আগে শনিবার তিনি নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি অবহিত করে তার আশু রোগমুক্তির জন্য সর্বমহলের কাছে দোয়া কামনা করেছেন।

ডা. রফিক চৌধুরী সুনামগঞ্জের ধর্মপাশা সদরের বনেদী পরিবারের সন্তান।

একসময় তিনি বিএনপি থেকে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন।
 
বিগত সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হলে তিনি বিকল্পধারায় যোগদান করে প্রেসিডিয়াম পদ লাভ করেন।

ডা. রফিক চৌধুরী বর্তমানে রাজধানী ঢাকার নিকুঞ্জের নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

করোনা তাহিরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম