Logo
Logo
×

সারাদেশ

চুনারুঘাটে ৮৫ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Icon

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২০, ০৯:০১ এএম

চুনারুঘাটে ৮৫ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মো. আ. গফার নামে ৮৫ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গণেশপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মো. আ. গফার উপজেলার ডিমাগুরুন্ডা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মো. আ. গফার গণেশপুর বাজার থেকে নিজবাড়ী ডিমারুন্ডায় ফিরছিলেন। পথিমধ্যে গণেশপুর গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

হবিগঞ্জ চুনারুঘাট বৃদ্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম