ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতির শোক
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৪:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী গভীর শোক জানিয়েছেন।
শোক বার্তায় রুহুল আমীন মাদানী বলেন, শেখ আবদুল্লাহ আমার অগ্রজ প্রতিম এবং প্রিয় নেতা ছিলেন। বঙ্গন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রাজনৈতিক জীবনে জনকল্যানে ব্যাপক ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আগামী প্রজন্মের অনুসরনীয় ও অনুকরনীয় হয়ে থাকবেন তিনি।
মাদানী আরও বলেন, শেখ আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
