Logo
Logo
×

সারাদেশ

সবুজ সোনারগাঁও গড়তে এমপি খোকার বৃক্ষরোপণ 

বিডি ক্লিন স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যােগ

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১১:৫১ এএম

সবুজ সোনারগাঁও গড়তে এমপি খোকার বৃক্ষরোপণ 

সবুজে ভরে উঠুক আপনার আঙ্গিনা এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারস্থ বাগানে বৃহস্পতিবার বিকালে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 


এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করার ঘোষণা দেয়া হয়৷


নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 


বৃক্ষরোপণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় করোনায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। 


জানা যায়, বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণ করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। 


বৃহস্পতিবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারস্থ বাগানে ৫০টি গাছ লাগানো মধ্যে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচি শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মেহমান ও স্বেচ্ছাসেবীদের বিডি ক্লিন সোনারগাঁও টিমের পক্ষ থেকে ২টি করে গাছ উপহার দেয়া হয়।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক সৈয়দ মুহাম্মদ বিজয়, মিডিয়া পার্টনার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা, আমরা স্বেচ্ছাসেবী করোনাযোদ্ধার টিম লিডার মূহাম্মদদ সানাউল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিন সংগঠনের পক্ষ থেকে পুরো সোনারগাঁওজুড়ে বৃক্ষরোপণ করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় কাজ। 

করোনার প্রার্দুভাবের মধ্যে এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা যেভাবে মানুষের জন্য কাজ করছে তা অত্যন্ত মহতী একটি উদ্যােগ। আমার পক্ষ থেকে এ সংগঠনের জন্য সব সময় দোয়া ও সহযোগিতা থাকবে।

এমপি খোকার বৃক্ষরোপণ. 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম