হত্যার পর লাশ ফেলল ঝোঁপে, পরিবারের অভিযোগের তীর ছাত্রলীগ নেতার দিকে
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৮:১৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় মহসিন মিয়া নামে এক পিকআপভ্যানচালককে হত্যার পর মরদেহ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে জেলার নাঙ্গলকোট উপজেলার শ্রীরাম-মনতলী ব্রিজের পাশের ঝোঁপ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মহসিন (৪০) উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মন্তু মিয়া ছেলে। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
তবে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতা এমন ঘটনা ঘটাতে পারে বলে পরিবারের পক্ষ থেকে আশংকা করা হচ্ছে।
নিহতের বড় ভাই ইয়াছিন মিয়া জানান, গত কয়েকদিন আগে পিকআপভ্যানের ভাড়া নিয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতার সঙ্গে মহসিনের বিরোধ সৃষ্টি হয়। সে সময় মহসিনকে হত্যার হুমকি দেয় ওই ছাত্রলীগ নেতা। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।
তবে তাকে হত্যার হুমকি অব্যাহত রেখেছিল ওই ছাত্রলীগ নেতা এমনটাই দাবি নিহতের বড় ভাইয়ের। পরে শুক্রবার রাতে মহসিন মিয়া তার এক বন্ধু হানিফের সঙ্গে ঘুরতে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন।
পরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশকে অবহিত করা হয়। শনিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
নাঙ্গলকোট থানার এসআই শফিক জানান, খবর পেয়ে মনতলী ব্রিজের পাশের ঝোঁপ থেকে মহসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারে পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
