Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে গোসলে গিয়ে নিখোঁজ ৩ তরুণের লাশ উদ্ধার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০২:৪২ পিএম

গাজীপুরে গোসলে গিয়ে নিখোঁজ ৩ তরুণের লাশ উদ্ধার

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় রোববার দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ তরুণ নিখোঁজ হয়েছেন। একই বিকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

উদ্ধার হওয়া তরুণরা হলেন কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির ও কিতাব আলীর ছেলে স্বাধীন এবং একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। 

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, দুপুরে বাইমাইল এলাকায় একটি খালে ওই ৩ জনসহ ৫/৬ জন তরুণ গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, দুপুরে ৫-৬ জন কিশোর গোসল করতে নদীতে নামেন। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে এদের সবাই সাঁতার জানলেও তিনজনের পরনে জিন্স প্যান্ট থাকায় তারা পানির ভেসে যান। বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেন।

গাজীপুর সিটি কর্পোরেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম