Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কাউন্সিলরের ৩ ভাই আটক

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০১:৩৩ পিএম

কুমিল্লায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কাউন্সিলরের ৩ ভাই আটক

কুমিল্লায় আধিপত্য বিস্তারের জেরে জনসম্মুখে প্রকাশ্যে আক্তার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন এবং বিল্লালকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার নগরীর ২৩নং ওয়ার্ডের কোটবাড়ী দক্ষিণ চাঙ্গিনী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আক্তার হোসেন ওই এলাকার আলী হোসেন ওরফে মন্দির আলীর ছেলে।

আক্তার হোসেনের পরিবারের দাবি, খুনের ঘটনায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জড়িত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোটবাড়ী দক্ষিণ চাঙ্গিনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন এবং তার ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল ব্যবসায়ী আক্তার হোসেনের। এরই সূত্র ধরে শুক্রবার দুপুরে ব্যবসায়ী আক্তার হোসেনের ওপর তার বাড়ির সামনে জনসম্মুখে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

এ সময় আহত আক্তার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কুমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে কাউন্সিলর আলমগীর হোসেনের তিন ভাইকে আটক করেছে।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার পরিদর্শক কমল কৃষ্ণ ধর বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দেয়া এজাহারে যদি কাউন্সিলরকে আসামি করা হয় তাহলে তদন্ত করে তাকেও গ্রেফতার করা হবে।
 

কুমিল্লা হত্যা ব্যবসায়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম