Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ১৯ হাজার পিস ইয়াবাসহ বাসচালক গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০১:৪৬ পিএম

কুমিল্লায় ১৯ হাজার পিস ইয়াবাসহ বাসচালক গ্রেফতার

কুমিল্লায় ১৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী নামে এক বাসচালককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তল্লাশি চালিয়ে ওই যাত্রীবাহী বাসসহ ওই চালককে গ্রেফতার করে র‌্যাব।

কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাসের চালক বিপুল পরিমাণ ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এতে বাসে লুকিয়ে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে চালক আইয়ূব আলীকে (৫০) গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে মোট ১৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়।

কুমিল্লা ইয়াবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম