Logo
Logo
×

সারাদেশ

নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রবাসীর মৃত্যু

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০৩:৫৬ পিএম

নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রবাসীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৫৫) নামের মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার টেটনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার টেটনপাড়া ধুলাউড়ি গ্রামের আজির উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া ফেরত আইয়ুব আলী এক বছর পূর্বে স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্থ হন। এরপর থেকেই তিনি কানে কম শুনতেন এবং কথাও বলতে পারতেন না। তাছাড়া তিনি খুড়িয়ে হাঁটতেন। 

শনিবার দুপুরে পাশের দোকানে চা পান করে রেলের ওপরে উঠেন। সে সময় নাটোরের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

নাটোর ট্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম