শিল্পপতি নুরুল ইসলামের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৪:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার আসর নামাজের পর বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ পরিচালনা করেন বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রহমতউল্লাহ।
এ সময় মরহুম নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম মিয়া, বাউফল হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, বাউফল উপজেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন ও যুগান্তরের বাউফল প্রতিনিধি আরেফিন সহিদ প্রমুখ।
বিশেষ দোয়া ও মিলাদে বাউফলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
