Logo
Logo
×

সারাদেশ

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Icon

ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৮:৪৪ এএম

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শফিকুল ইসলাম। ছবি: যুগান্তর

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম (৫০)।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার তাড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কিশোর নিহাত হোসেন (১৭)।

 নিহত শফিকুল ইসলাম ভুঞাপুর পৌরসভার রোলারচালক ছিলেন। তার গ্রামের বাড়ি ভুঞাপুর পৌর এলাকার টেপিবাড়ি গ্রামে।

ভুঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে বাড়ি থেকে বাবাকে নিয়ে ছেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে তাড়াই নামক স্থানে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী শফিকুল ইসলাম মারা যান।

গুরতর আহতাবস্থায় চালক নিহাত হোসেনকে প্রথমে ভুঞাপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুঞাপুর কুকুর বাঁচা মোটরসাইকেল নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম