Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জে মাছ ধরার সময় বিদ্যুৎস্পর্শে জেলের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১২:২৮ পিএম

সুনামগঞ্জে মাছ ধরার সময় বিদ্যুৎস্পর্শে জেলের মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলার কালিপুর হাসনবসত এলাকায় বিদ্যুৎস্পর্শে জসিম উদ্দিন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে হাওরে মাছ ধরার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। জসিম উদ্দিন ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কালিপুর হাসনবসত গ্রাম পার্শ্ববর্তী হাওরে বন্যার পানিতে মাছ ধরতে যান জেলে জসিম উদ্দিন। মাছ ধরার নেশায় এক সময় অসাবধানতাবশত হাওরের উপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। 

কোনো কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুতায়িত হয়ে তিনি হাওরের পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন। ঘণ্টাখানেক পর স্থানীয়দের সহায়তায় সুনামগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জ দমকল বাহিনী স্টেশন অফিসার নিউটন তালুকদার যুগান্তরকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জসিম উদ্দিনকে উদ্ধার করে আমাদের নিজস্ব গাড়িতে করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা অভিযোগ করেন, হাওর এলাকার একেবারে নিচ দিয়ে পল্লী বিদ্যুতের তার টানা হয়েছে। এগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে প্রায় সময় মানুষ এরকম অনাকাঙ্খিত দুর্ঘটনার শিকার হয়।

সুনামগঞ্জ বিদ্যুৎস্পর্শ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম