Logo
Logo
×

সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিবারকে খাবারে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০১:৫৮ পিএম

স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিবারকে খাবারে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনির পরিবারকে খাবারে বিষ মিশিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বিষমিশ্রিত ভাত খাবার পর ওই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 

অসুস্থরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি (৩২), তার বড় ভাই কামরুল হাসান জনি (৩৬), ছোট ভাই নুর হাসান পনি (২৮), তাদের দু’স্ত্রী নাফিজা আক্তার নিপু (২৮), নুর নাহার আক্তার (২২) ও গৃহপরিচারিকা কুলসুম (৩০)।

অসুস্থদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রান্না ঘরের জানালা খোলা অবস্থায় রান্না-বান্নার কাজ চলে। রান্না শেষে রাত ১১টায় পরিবারের সবাই রাতের খাবার খায়। এর পরপরই একে একে অসুস্থ হয়ে পড়েন ৬ জন। শুধু রনির মা কামরুন নাহার (৫৫) ডায়বেটিস রোগী হওয়ায় রান্না করা ভাত না খেয়ে রাতে রুটি ও সবজি খান।

তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। অসুস্থ ৬ জনকে রাতে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদের অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অসুস্থরা এখনও আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি। তিনি আরও জানান, রান্না ঘরের জানালা খোলা থাকায় জানালা দিয়ে ভাত রান্না করার পাতিলে কেউ বিষ জাতীয় কোনো কিছু মিশিয়ে দিয়েছে। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বলেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম