Logo
Logo
×

সারাদেশ

যমুনা গ্রুপের চেয়ারম্যানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০২:২১ পিএম

যমুনা গ্রুপের চেয়ারম্যানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৈনিক যুগান্তর খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর প্রেস ক্লাব সংলগ্ন মদনী জামে মসজিদে জোহরবাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মসজিদের খতিব ও ইমাম মুফতি আমিনুল ইসলাম অমিনী দোয়া পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ, রিপোর্টার নুর ইসলাম রকি, আহমদ মুসা রঞ্জু, সাংবাদিক আশরাফুল আলম, মনিরুল হুদা, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ইসমাইল আলম, মকবুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খুলনা প্রেস ক্লাবের কর্মচারী চান মিয়া, নুর মোহাম্মদ প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম দেশের স্বাধীনতা রক্ষায় যেমন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তেমনি স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। যার ফলশ্রুতিতে তিনি তার জীবদ্দশায় ৪১টি শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। যেখানে প্রায় লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে।

তারা বলেন, নুরুল ইসলামের মতো দক্ষ মানুষের হাত ধরেই এদেশ সমৃদ্ধ হিসেবে গড়ে উঠছে। দেশের এই দুঃসময়ে এভাবে তার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয় হয়ে গেল।

উপস্থিত মুসল্লিরা তার রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন।

খুলনা আত্মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম