Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৩:৪৪ পিএম

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

কুড়িগ্রামে চলতি দ্বিতীয় দফার বন্যায় পানিতে ডুবে দুজন শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বন্যায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনে। 

এর মধ্যে বুধবার সকালে চিলমারীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে রাকু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

এ ছাড়া নাগেশ্বরীতে মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ গ্রামের আলমগীর হোসেনের মেয়ে  লামিয়া খাতুন (২) ও ব্রহ্মতর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে মিমি খাতুন (৭) নামে দুই শিশু বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, চলতি দ্বিতীয় দফার বন্যায় ২ দিনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে প্রথম দফার বন্যায় মৃত্যু হয় ১০ জনের। এ নিয়ে চলতি বছর বন্যায় পানিতে ডুবে মৃত্যু হল ১৩ জনের। 

চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা নালারপাড় গ্রামের হামিদুল হকের ছেলে রাকু মিয়া বুধবার সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যায়। মৃত যুবক মৃগি রোগী ছিল। ফলে মাছ ধরার একপর্যায়ে সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায়। 

অপরদিকে মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। বল্লভের খাষ ইউনিয়নে মাদারগঞ্জ গ্রামের আলমগীর হোসেনের মেয়ে লামিয়া খাতুন (২) বিকাল ৩টায় বাড়ির উঠানের বন্যার পানিতে ডুবে মারা যায়। 

একই ইউনিয়নের ব্রহ্মতর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে মিমি খাতুন (৭) বুধবার বিকাল সাড়ে ৪টায় একইভাবে বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা যায়।  

কচাকাটা থানার ওসি মামুন অর রশীদ জানান, ঘটনার সময় ঘরের মেঝেতে শিশু লামিয়া খাতুনকে বসিয়ে রেখে মা হাবিবা বেগম উঠানে উঠা বন্যার পানিতে কাপড় কাচতে যান। এক সময় তার অলক্ষ্যে শিশুটি উঠানের পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। 

অপর দিকে বাড়ির পাশের বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যায় মিমি খাতুন।
 

কুড়িগ্রাম বন্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম