চুনারুঘাট মাদকমুক্ত করতে ধর্মগ্রন্থ নিয়ে ওসি-এসআইদের শপথ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০২:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি, এসআই, এএসআইসহ ৭৬ জন পুলিশ মাদকের বিরুদ্ধে কুরআন শরীফ ও অন্য ধর্মাবলম্বীদের যার যার পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে শপথ করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুনারুঘাট উপজেলাকে তারা মাদকমুক্ত ঘোষণা করবেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বা মাদকের বিরুদ্ধে কোনো আপোষ করবে না কোনো পুলিশ সদস্য।
বুধবার রাত ৯টায় থানা প্রাঙ্গণে পুলিশ সদস্যরা এ শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন।
প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর দেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন। এর অংশহিসেবে পুলিশের মহাপরিদর্শক মো. বেনজির আহমেদের নির্দেশে চুনারুঘাট থানা পুলিশ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুনারুঘাট থানাকে মাদকমুক্ত ঘোষণা করার শপথ নিয়েছে।
এ সময়ে মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ, মাদক ব্যবসায়ীদের সরকারি সুবিধা বন্ধ করা, থানায় মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবিরকারীদের তালিকা তৈরি করা এবং এ তালিকা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো, দাগি মাদক ব্যবসায়ীর জামিন হলেও তাদের পুনরায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ, প্রত্যেক শুক্রবারে মসজিদে ইমামের পাশাপাশি থানার বিট অফিসারদের মাদকের বিষয়ে সচেতনতা তৈরি এবং বিভিন্ন এলাকায় সচেতনতা তৈরিতে প্রচারাভিযান ও মতবিনিময় সভা করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।
একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের ধরতে সাঁড়াশি অভিযান চলবে সারা উপজেলায়।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, কোনো পুলিশ যাতে মাদকের বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা ইচ্ছা অনিচ্ছাকৃত আপোষ করতে না পারে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যান ও কোনো পুলিশ যাতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হতে না পারেন সে জন্য থানার সব পুলিশকে কুরআন শরীফ এবং অন্য ধর্মাবলম্ববীদের তাদের পবিত্র ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ করেছেন।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আগামী দুই মাসে চুনারুঘাটকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। যা আমাদের পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ। সে লক্ষ্যেই আমরা পবিত্র গ্রন্থ নিয়ে শপথ করেছি।
