দেবিদ্বারে নিখোঁজের একদিন পর গোমতী নদী থেকে লাশ উদ্ধার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৩:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একদিন পর গোমতী নদী থেকে বাবুল মিয়া নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিংলাবাড়ি এলাকায় গোমতী নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাবুল মিয়া (৪০) ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জেলার তিতাস উপজেলার কলাকান্দি এলাকায় পৈতৃক কিছু সম্পত্তি নিয়ে কয়েকজন নিকটাত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল বাবুলের। এ ছাড়া পার্শ্ববর্তী বাড়ির একাধিক ব্যক্তির সঙ্গেও নানা বিষয় নিয়ে তার বিরোধ রয়েছে। এ সব বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার থেকে তাকে, খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুরে গোমতী নদীতে তার লাশ ভেসে উঠে।
এ দিকে তার লাশ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, স্থানীয়দের দেয়া তথ্যেরভিত্তিতে আমরা ভ্যানচালক বাবুল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ওই প্রেক্ষিতেই তদন্তসাপেক্ষে ঘাতক শনাক্তসহ মামলার কার্যক্রম পরিচালনা করা হবে।
