Logo
Logo
×

সারাদেশ

গোয়ালন্দে হাইওয়ে ওজন স্কেলের বেহাল দশা, যানজটে চরম দুর্ভোগ

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৩:০৬ পিএম

গোয়ালন্দে হাইওয়ে ওজন স্কেলের বেহাল দশা, যানজটে চরম দুর্ভোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে স্থাপিত ডিজিটাল ট্রাক ওজন স্কেলটির বেহাল দশা। এতে করে এ এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যানজটে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহনের যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অধীনস্থ ট্রাকের ওজন স্কেলটির দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ভাঙ্গাচোড়া ও স্কেলের কম্পিউটার বিকল হয়ে পড়েছে। প্রায় সময়ই ট্রাকগুলোর ওজন স্লিপ মালের চালান দেখে হাতে লিখে দিতে হচ্ছে । এতে অনিয়মের সুযোগ রয়েছে। তাছাড়া হাতে লিখে দেয়ার সময় যানবাহনের বাড়তি চাপ কুলিয়ে উঠতে না পারায় ঢাকা-খুলনা মহাসড়কে স্কেল এলাকায় ঘণ্টায় ঘণ্টায় যানজট সৃষ্টি হচ্ছে। ফলে নানা বিড়ম্বনায় পড়ছে এ রুটে চলাচলরত যানবাহনগুলোর যাত্রী, চালক ও এলাকাবাসী।

সরেজমিন দেখা যায়, স্কেলটির দুই পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গাচোড়া ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে ওজন নিতে আসা মালবোঝাই ট্রাকগুলোকে অনেকটা জায়গা ঘুরে স্কেলে উঠতে হয়। সড়কের মাঝে কাদা-পানিতে গর্তের গর্ভীরতা বুঝতে না পারায় চালকরা বোঝাই মালের গাড়ি নিয়ে বিপাকে পড়েন। এ সময় ট্রাকগুলো সামনে মহাসড়কের পুরোটাই দখল করে ফেলে। ফলে সড়কের ডান পাশ দিয়ে যানবাহনগুলোর চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় যানজটের।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কের স্কেল থেকে উভয় পাশে প্রায়ই ১/২ কিলোমিটারজুড়ে যানবাহনের লম্বা সিরিয়াল থাকায় রেলগেট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে করে ট্রেন চলাচল ও হাসপাতালে আসা জরুরি রোগী নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদেরকে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, স্কেলের দুই পাশের অ্যাপ্রোচ সড়কে দ্রুতই কাজ শুরু করা হবে। তা ছাড়া বিকল কম্পিউটার দ্রুত মেরামত করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
 

দুর্ভোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম