Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৪:৩৯ এএম

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ছবি-যুগান্তর

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে  নৃশংসভাবে গলা কেটে ও মাথা থেতলে হত্যা করেছে দুর্বত্তরা।

পৌর শহরের উত্তরা আবাসিক এলাকায় গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন- গণি মিয়া (৪৫), কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। 

মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।  

তিনি জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি  বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনীতে রেখেছে।

লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম