Logo
Logo
×

সারাদেশ

আসামি ধরতে গিয়ে যমুনায় ডুবে প্রাণ গেল র‌্যাব কর্মকর্তার

Icon

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৩:২৩ পিএম

আসামি ধরতে গিয়ে যমুনায় ডুবে প্রাণ গেল র‌্যাব কর্মকর্তার

র‌্যাব। প্রতীকী ছবি

জয়পুরহাটে মাদক মামলার আসামিদের ধরতে পিছু ধাওয়া করতে গিয়ে ছোট যমুনায় ঝাঁপিয়ে পড়ে ওই নদীর পানিতে ডুবে সাহেদুজ্জামান (সাহেদ) নামে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এক এসআইয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার বিকালে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীতে এ ঘটনাটি ঘটে।

নিহত র‌্যাব কর্মকর্তা সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।   

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশহিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন র্যাব সদস্যকে সঙ্গে নিয়ে এসআই সাহেদুজ্জামান পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক মামলাল আসামিদের ধরতে যান। ওই সময় র্যাব সদস্যদের দেখে এক দল আসামি পালানোর চেষ্টা করে। 

পরে তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে পিছু ধাওয়া করতে অন্যান্য র‌্যাব সদস্যদের সঙ্গে এসআই সাহেদুজ্জামানও নদীতে ঝাঁপ দেন। অন্যরা নদী থেকে উপরে উঠে আসলেও সাহেদুজ্জামানকে পাওয়া যায়নি। তাকে খোঁজাখুঁজির করার বেশ কিছুক্ষণ পর ওই নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট র‌্যাব মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম