‘নুরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন স্বপ্নদ্রষ্টাকে হারিয়েছে’
গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ২০:০২:২৫ | অনলাইন সংস্করণ
‘ছোটবেলা থেকে উদ্যোক্তা মনোভাব ছিল নুরুল ইসলামের। শত পরিশ্রম করে গড়ে তোলেন অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে গেছেন। শিল্প উন্নয়নেও রয়েছে তার বিশাল ভূমিকা। একজন দেশপ্রেমিক হিসেবে তিনি সব সময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবতেন। তার মৃত্যুতে দেশ একজন স্বপ্নদ্রষ্টাকে হারিয়েছে।’
রোববার সকালে নগরীর হাবিব উল্ল্যাহ সরণির দৈনিক আজকের জনতা কার্যালয় চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ গাজীপুরের উদ্যোগে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ সব কথা বলেন।
মরহুম নুরুল ইসলামের ছোট ভাই রয়েল গ্রুপের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় নুরুল ইসলামের স্মৃতিচারণ করে শোকসভায় আরও বক্তব্য রাখেন ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অনিল মণ্ডল, দৈনিক যোগফলের সম্পাদক অ্যাডভেকেট আসাদউল্লাহ বাদল, অ্যাডভেকেট রফিকুল ইসলাম, স্বজন সমাবেশ গাজীপুরের সাধারণ সম্পাদক মিলটন খন্দকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আহাম্মেদ শামীম, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ূন কবির, পূবাইল আদর্শ কলেজের প্রভাষক আবুল হোসেন চৌধুরী, অ্যাডভেকেট নাসির উদ্দিন, মেট্রোপলিটন সদর শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন, দৈনিক বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাংবাদিক বেলাল হোসেন, সিরাজ উদ্দিন, পলাশ মল্লিক, দৈনিক আজকের জনতার ব্যবস্থাপনা সম্পাদক এসএম হাবিবুর রহমান হাবিব, যুগান্তর কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল গাফ্ফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘নুরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন স্বপ্নদ্রষ্টাকে হারিয়েছে’
‘ছোটবেলা থেকে উদ্যোক্তা মনোভাব ছিল নুরুল ইসলামের। শত পরিশ্রম করে গড়ে তোলেন অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে গেছেন। শিল্প উন্নয়নেও রয়েছে তার বিশাল ভূমিকা। একজন দেশপ্রেমিক হিসেবে তিনি সব সময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবতেন। তার মৃত্যুতে দেশ একজন স্বপ্নদ্রষ্টাকে হারিয়েছে।’
রোববার সকালে নগরীর হাবিব উল্ল্যাহ সরণির দৈনিক আজকের জনতা কার্যালয় চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ গাজীপুরের উদ্যোগে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ সব কথা বলেন।
মরহুম নুরুল ইসলামের ছোট ভাই রয়েল গ্রুপের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় নুরুল ইসলামের স্মৃতিচারণ করে শোকসভায় আরও বক্তব্য রাখেন ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অনিল মণ্ডল, দৈনিক যোগফলের সম্পাদক অ্যাডভেকেট আসাদউল্লাহ বাদল, অ্যাডভেকেট রফিকুল ইসলাম, স্বজন সমাবেশ গাজীপুরের সাধারণ সম্পাদক মিলটন খন্দকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আহাম্মেদ শামীম, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ূন কবির, পূবাইল আদর্শ কলেজের প্রভাষক আবুল হোসেন চৌধুরী, অ্যাডভেকেট নাসির উদ্দিন, মেট্রোপলিটন সদর শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন, দৈনিক বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাংবাদিক বেলাল হোসেন, সিরাজ উদ্দিন, পলাশ মল্লিক, দৈনিক আজকের জনতার ব্যবস্থাপনা সম্পাদক এসএম হাবিবুর রহমান হাবিব, যুগান্তর কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল গাফ্ফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন।